অবতক খবর :: চোপড়া ::    ধানের চারা ও মাছ ধরার জাল ফেলে বিক্ষোব স্থানীয় বাসিন্দাদের । রাস্তার ওপর হাঁটু সমান জল জমে থাকছে দিনের পর দিন, আর তা দেখে প্রতিবাদস্বরূপ জাল নিয়ে দুপুরে মাছ ধরতে নেমে পড়লাে এলাকাবাসীরা । ঘটনাটি চোপড়া ব্লকের ঘিরনীগাঁও ৬ নম্বর অঞ্চলের চাকলাগছ গ্রামের ।

এই এলাকার মূল রাস্তার উপর প্রায় হাঁটু সমান জল জমে থাকে দিনের পর দিন । আর এই জল জমার কারণে ভােগান্তির শীকার হচ্ছেন নিত্য যাত্রী থেকে এলাকাবাসী সকলে । বর্তমানে বন্ধ হয়ে রয়েছে গাড়ি চলাচল কোন মোটরসাইকেল যেতে পারছে না এই জল ও কাঁদা রাস্তার জন্য । যার কারণে সবদিক থেকেই সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের । দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ হচ্ছেনা বলে অভিযোগ গ্রামবাসীদের ।

গ্রামবাসীরা জানান, আমাদের এই জমা জলের সমস্যা ও ঢালাই রাস্তা খুব তাড়াতাড়ি সমাধান না করলে আমরা গ্রামবাসীরা সকলে মিলে মেনরোড অবরোধ করে বিক্ষোভ জানাবো ।