অবতক খবর,২২ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের প্রতন্ত গ্রাম হবিচক। সেই গ্রামের বাসিন্দা কল্পনা চিত্রকর। মহিলা হয়েও তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন তাঁর পটচিত্র শিল্পীতে। পেয়েছেন জাতীয় পুরস্কার, তাঁর পাশাপাশি রাজ্য সহ জেলা পুরস্কারেও তিনি পুরস্কৃত হয়েছেন। ছোটো থেকেই তিনি তাঁর পরিবারের সাথে পটচিত্র আঁকতেন, এমন কি পটের গান গেয়ে মানুষের মন জয় করেন তিনি। আজ তিনি পটচিত্রতে পটু হয়ে দাঁড়িয়েছেন। সমাজের নানান চিত্র তুলে ধরেন এই শিল্পী। ১৯৯৭ সালে বিয়ে করেন চন্ডীপুরের হবিচক গ্রামের নুরদিন চিত্রকরকে। তবে বিয়ের আগে বাপের বাড়ি থেকেই চিত্রকর হিসেবে পথচলা কল্পনা দেবীর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তাঁর আগে পটচিত্র শিল্পতে তুলে ধরেছেন সংবাদ মাধ্যম। বিভিন্ন ধরনের প্লেট, সিলভারের আসবাব, কেটলি, হ্যারিকেন সহ বিভিন্ন পাত্র সহ পটের ওপর তুলির টান দিয়ে ফুটিয়ে তুলেছেন নানান চিত্র। শুধু পূর্ব মেদিনীপুর নয় দিল্লী, লক্ষ্মৌ, সহ ভারতের বিভিন্ন প্রান্তে এই পটচিত্র শেখাতে যান দক্ষ পটশিল্পী কল্পনা চিত্রকর। তাঁর স্বামী নুরদিন চিত্রকর এই পটচিত্র শিল্পতে জাতীয় মেরিট পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। শুধু তাই নয় রাজ্যের বাইরে গুজরাট,
ভূপাল, ছত্রিশগড়, সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন মেলায় চিত্রের স্টল দেন নুরদিন চিত্রকর। ছেলে বাপ্পা চিত্রকরের হাতে খড়ি রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত মা কল্পনা চিত্রকরের হাত ধরে। এই কয়েক দিনের মধ্যেই রাজ্য ও জেলা পটচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে।