অবতক খবর,১২ নভেম্বরঃ দেশের সম্মানীয়া রাষ্ট্রপতি দ্রৌম্পতি মুর্মুর প্রতি যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি তার প্রতিবাদের বিজেপির, রাজ্য কার্য দপ্তর মুরলিধর সেন লেন থেকে একটি প্রতিবাদ মিছিলের করা হয়। মিছিলে ছিলেন, তমঘ্ন ঘোষ, উত্তর কলকাতার জেলা সভাপতি।

বিজেপি তরফ থেকে এই মিছিলে পদত্যাগের দাবি করা হয় মন্ত্রী অখিল গিরির। বিধায়ক পদ থেকে ইস্তফার দাবি করা হয়। এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পোড়ানো হয়। এছাড়াও অখিল গিরির কুষ্পত্তলিকা দহন করা হয়।

বিজেপির মিছিলের ফলে শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। রাস্তায় কার্যতো শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতারা।

বিজেপির দাবি- রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি সত্যিই আদিবাসী সম্প্রদায়কে সম্মান করতো, তাহলে দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে এইরকম কুরুচিকর মন্ত্রব্য তারা করতে পারতেন না। আদিবাসীদের সঙ্গে, নাচ করাটাই বড় কথা নয়।