অবতক খবর,১০ ফেব্রুয়ারী: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পাঁচজন ছাত্র-ছাত্রীর এডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন রামমোহন রায় ফ্যান ক্লাব এবং সদস্যরা, এদিন রামমোহন রায় ফ্যানস ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জলের বোতল চকলেট ও কলম দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন, ভোট পার্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়ের ও আমগুড়ি রামমোহন হাই স্কুল এর পরীক্ষার্থীদের , এই বিষয়ে রামমোহন রায় বলেন আমাদের রামমোহন রায় ফ্যান ক্লাবের সদস্য ও সদস্যরা সব সময় তৎপর আমরা বিগত তিন বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল চকলেট কলম দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, তাদের আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক এই আশা রাখি আমরা এবার বিশেষ করে দুটি স্কুলে আসা পরীক্ষাথীদের জল চকলেট ও কলম দিতে পেরেছি আগামী দিনে আমরা প্রত্যেকটি সেন্টারে পৌঁছানোর চেষ্টা করছি। ও বিশেষ করে এবার আমরা কিছুদিন আগে একটি পোস্টার ফেসবুকে শেয়ার করি।
যদি কোন ছাত্র-ছাত্রীর বাড়িতে রেজিস্ট্রেশন এডমিট সহ যাবতীয় কাগজপত্র ছেড়ে আসে ও জরুরী পরিষেবার প্রয়োজন হয় তাহলে আমরা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমাদের আটটি টিম কাজ করছে । আমরা তার সুফল ও পেয়েছি , পাঁচজন ছাত্র-ছাত্রীর এডমিট কার্ড ও একজনের রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে আমরা সেটা দ্রুততার সঙ্গে পৌঁছে দেই।
একজন তাদের বাড়িতে ঘড়ি খারাপ থাকায় সে বাড়ি থেকে দেরিতে বের হয়, এবং আমাদের ফ্যান ক্লাবের সদস্যরা তাকে দ্রুত পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয়, এবং এ বছর আমরা যে সমস্ত বাবা মারা সারা জীবন বাচ্চার জন্য কষ্ট করে আসছে। আজকে বিশেষ করে প্রথম দিন সকাল দশটায় স্কুলে চলে আসে এবং পরীক্ষা দুটোই শেষ হবে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। তাদের কথা চিন্তা করে, সেই স্কুলে গুলোতে পলিথিন ও জলের বোতল এর ব্যবস্থা করে দিয়েছি। প্রতিদিন ধারাবাহিত রাখার চেষ্টা চলছে ।