অবতক খবর,২ জানুয়ারি: গতকাল রামগঞ্জের একটি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল প্রসূতি মা-র।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে।
মৃত ওই প্রস্তুতির নাম আক্তারী বেগম বয়স অনুমানিক (২৪) বছর বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার ঘুঘুঝাড়ার বাসিন্দা ।
বাবার বাড়ি রামগঞ্জ ১নং গ্রাম পঞ্চায়েতের বাবুরামগছ গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাকে রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ।সকালে সিজারের মাধ্যমে তার পুত্র সন্তানের জন্ম হয়।
এরপর বিকাল হতে না হতেই অসুস্থ হয়ে পড়েন আখতারী বেগম।
তারপর ডাক্তারকে বারবার ডাকা হল সময়মতো আসেননি বলে অভিযোগ করেন মৃতের আত্মীয়-স্বজনরা। যখন দেখা যায় রোগীর অবস্থা খুবই খারাপ তখন তাকে শিলিগুড়িতে রেফার করা হয়। শিলিগুড়ি যাওয়ার পথেই মৃত্যু হয় আখতারি বেগমের ।
এই খবর জানাজানি হতেই রামগঞ্জের ওই নার্সিংহোমের সামনে ভিড় জমান স্থানীয়রা ক্ষোভে ভেঙে পড়েন আত্মীয়-স্বজন থেকে পরিবারের লোকজন।
তবে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এসে উত্তেজনা জনতাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে এ বিষয়ে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমের কর্তৃপক্ষ ঘটনাটিকে অস্বীকার করেন তিনি বলেন,রোগী যখন ঠিক ছিল তখনই রেফার করা হয়েছিল রোগীকে নিয়ে যেতেই দেরি হওয়ায় মৃত্যু ঘটেছে।
তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।