অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে ধুলাউড়ি অঞ্চলের সহায়তা কেন্দ্রের ক্যাম্পে পরিদর্শন করলেন বিধায়ক সৌমিক হোসেন, নিজ হাতে ফর্ম পূরণ করলেন , জমা নিলেন প্রয়োজনীয় তথ্য। ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন রাজ্য সরকার। সরকারের এই ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের সহায়তা কেন্দ্রে। সম্প্রীতি গত রবিবার থেকে রাজ্যের পাশাপাশি রানিনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলে চালু হয়েছে এই সহায়তা কেন্দ্র।

ধুলাউড়ি অঞ্চলের সহায়তা কেন্দ্রে খোদ বিধায়ক সৌমিক হোসেন জমা নিলেন মানুষের যাবতীয় প্রয়োজনীয় তথ্য । নিজের হাতে পূরণ করলেন ফর্ম। এই সহায়তা কেন্দ্রে দলবল নির্বিশেষে ভিড় জমিয়েছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে। সৌমিক হোসেনের সাথে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যদের তজিউদ্দিন খান ,অঞ্চল সভাপতি শফিকুল মোল্লা সহ অঞ্চলের সকল নেতৃত্ব।