অবতক খবর,১৮ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার রানীনগরে বাড়ির মধ্যে ঢুকে এক মাছের আরৎ কর্মীকে গুলি করল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় মনোজ কুমার মন্ডল কে ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন মাছ ব্যবসায়ী।
জানা গিয়েছে, রানীনগর দুই ব্লকের অন্তর্গত বর্ডার পাড়ার বাসিন্দা মনোজ কুমার মন্ডল। সে ইসলামপুরের বনোমালি ঘাট এলাকায় মাছের আঢ়ৎ এর হিসেবের কাজ করত। মাছের হিসাব করে অন্যান্য দিনের মতোই বুধবার রাতে বাড়ি ফিরে গেছিল। বাড়িতে থাকা কালীন কয়েকজন দুস্কৃতীরা এসে তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তার অপারেশনের পর চিকিৎসা চলছে। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও এটা রাজনৈতিক কারণে গুলি চলেনি বলেই অভিযোগ পরিবারের।