মলয় দে :: নদীয়া :: চীনা হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠাকে কেন্দ্র করে,অল্পের জন্য সংঘর্ষ এড়ালো সিপিএম ও বিজেপি।শুক্রবার সন্ধ্যায় রানাঘাট শহরের প্রাণকেন্দ্রে নেতাজী মূর্তির পাদদেশে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে একই সময়ে উপস্থিত হয় বাম যুব সংগঠন ও বিজেপি যুব সংগঠন।
যুব মোর্চার কুশপুতুল পোড়ানো কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষন আগেই হাজির হয় DYFI ও SFI । এই সময় চীনের দালাল বলে বামেদের উদ্দেশ্যে করে স্লোগান দেয় গেরুয়া শিবির। বামেরা সেই সময় ওই স্থান ত্যাগ করলেও একটু পড়ে অন্য রাস্তা দিয়ে আবার নেতাজি মূর্তির পাশে চলে আসে ,তখনও একপ্রস্থ উত্তেজনা দেখা দেয় ।তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ।