অবতক খবর,১৭ জানুয়ারি: রানাঘাটে বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান। 16/01/2025 তারিখে, একটি সূত্রের তথ্যের ভিত্তিতে, রানাঘাট থানার অফিসাররা রানাঘাট থানার অধীনে তারাপুর উচ্চ বিদ্যালয়ের পিছনের কলাবাগানে একটি অভিযান চালায় এবং 3 জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, যথা ১) সুদেব বিশ্বাস (44) ২) বনমালী বিশ্বাস (44) ৩) বিশ্বজিৎ বিশ্বাস (45)লালমাঠ, পল্টা, শান্তিপুরে অবৈধ জুয়ার আসরে লিপ্ত। এই অভিযানে পুলিশ বোর্ডের ৪১৭০ টাকাও জব্দ করেছে।
রানাঘাট থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে, সমস্ত অভিযুক্তকে আজ কোর্টে পাঠানো হয়।