অবতক খবর,১ সেপ্টেম্বরঃ রানাঘাট ডাকাতি কাণ্ডে দুষ্কৃতীরা ৪০ দিন আগে কল্যাণীতে একটি অস্থায়ী আস্তানা বানিয়েছিল। এই দুষ্কৃতীরা নিজেদের পরিচয় পত্র দিয়ে ঘর ভাড়া নিয়েছিল। এই ঘটনায় পুলিশ বিহারের কুন্দন কুমার যাদব ওরফে ফাইটার, রাজকুমার পাশওয়ান, হাজীপুর থানার ছোটু কুমার পাশওয়ান, ছাপরা জেলার মনি কন্ঠ কুমার যাদব এবং রিকি পাশওয়ানকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কুন্দন এবং রাজু কল্যাণীর বি ব্লকের নিমতলা এলাকায় ১৬০০ এবং ১২০০ টাকা দিয়ে দুটি ঘর ভাড়া নিয়েছিল। সেখানে তারা তাদের পরিচয় একজন রেলওয়ের সাফাই কর্মী হিসেবে দিয়েছিল। সেই বাড়ির মালিক কাঁচরাপাড়ার বাসিন্দা গোপাল সাউ। তাকে গ্রেফতার করা হয়েছে বুধবার। গোপাল সাউকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পুলিশ জানতে পেরেছে তা হলো এই গোপাল সাউয়ের শ্বশুর বাড়ি বিহারের ছাপরা জেলায়, যেখানে থাকত অভিযুক্ত রিকি।