অবতক খবর,২৬ ফেব্রুয়ারি: রাত্রি প্রায় একটা নাগাদ লেকটাউন থেকে সল্টলেক গামি যে উল্টোডাঙ্গা ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে একটি চারচাকা গাড়ি ব্রিজের ব্যারিকেট ভেঙে নিচে পড়ে যায়….স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি লেকটাউন থেকে উল্টো ব্রিজ হয়ে সল্টলেকের দিকে রাস্তাটিতে যাচ্ছিল এবং বেপরোয়া গতির থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে ব্রিজের বেরিকেট ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়.।
নিচে বস্তি ছিল সেই বস্তির একটি ঘরের উপর গাড়িটি গিয়ে পড়ে…… উক্ত ঘটনায় গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি আহত হয়েছেন মাথার পিছনে আঘাত পেয়েছেন….তাকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তবে যেই বাড়ির উপরে গাড়িতে গিয়ে পড়েছে সেই বাড়িতে কোন লোক ছিলেন না ফলত সেখানে কেউ আহত হননি। তবে গাড়ি চিনি চালক ছিলেন তাকে পরবর্তী সময় মেডিকেল করানো হবে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা….. তবে রাতের কলকাতায় বেপরোয়া গতি কেনই বা হচ্ছে তা কিন্তু একটি বড় প্রশ্নের মধ্যে থেকেই যাচ্ছে..