অবতক খবর,৩১ মার্চ: রাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর 10 ও 12 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রচার ব্যানার লাগানো হয়েছিল স্থানীয় বিজেপি কর্মীদের তরফ থেকে।
শনিবার গভীর রাতে সেই সমস্ত ফ্লেক্স ব্যানার খুলে ফেলে দেওয়া হয়।এই ঘটনার CCTV ফুটেজ সামনে এসেছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এবিষয়ে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে।যদিও তৃণমূলের তরফ থেকে এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।