অবতক খবর,২৬ ফেব্রুয়ারী : রাতের অন্ধকারে অবৈধভাবে ওভার লোড বালির ট্রাকের দৌরাত্ম্যের বড়ঞায়, পুলিশ ও প্রশাসনের একাধিক বার অভিযানের পরেও রমরমিয়ে নাকি চলছে এই কারবার সম্পূর্ণ অবৈধভাবে এই কারবার পুলিশের চোখের সামনে কারা করছে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। এই ছবি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কান্দি পাঁচথুপি রাজ্য সরকের