অবতক খবর,৫ জানুয়ারি: রাতের অন্ধকারে বিতর্কিত জমিতে ঘর তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ভিটা নয়াহাট এলাকায়। জানা গেছে গুয়াবাড়ি বাসিন্দা আলিমুদ্দিন এর ঘর এবং রবিশস্য” তোরা “ভেঙ্গে রাতের অন্ধকারে ঘর তৈরি করেন গোয়ালগছ গ্রামের বাসিন্দা খাদিমুল এমনটাই অভিযোগ আলিমুদ্দিনের। এই বিষয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আলিমুদ্দিন।
অভিযোগ অন্যের দখলে থাকা জমি ও ঘর ভেঙ্গে নতুন করে ঘর তৈরি করেন খাদিমুলের লোকজন। এ ব্যাপারে শালিসি বৈঠক হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়।এব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার দাসপাড়া আউটপোষ্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দিনের বেলায় কাজ না করলেও রাতে কাজ করার অভিযোগ উঠে।গন্ডগোলের আশঙ্কায় এদিন একজনকে আটক করেছে পুলিশ। তবে খাদিমুলের স্ত্রী জহিরণ জানিয়েছেন প্রথম দিনেই যা কাজ করা হয়েছিল, পরে আর কোন কাজ করা হয়নি।