অবতক খবর,১৭ মে: রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা, জানাজানি হতেই চক্ষু সড়কগাছ কর্তৃপক্ষের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায়। প্রশাসনের দ্বারস্থ মাছ চাষিরা।

জানা জায় নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি। যেখান থেকে তৈরি হয় মাছের ডিম। আর সেই হ্যাচারীর পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে।

কর্তৃপক্ষ জানাই – ভাই ভাই হ্যাচারীর পুকুরে ফাদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে, সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যাই প্রায় ৫০ কেজির উপর জালে মাছ লেগে পড়ে আছে পুকুর পাড়ে। কোন কারণবশত জাল ফেলে পালায় চোরেরা ,কতটা পরিমাণ মাছ তারা নিয়ে গেছে তা নিয়ে ধোঁয়াশায় কর্তৃপক্ষ। তাদের অনুমান প্রায় ১০০ কেজি মাছ চুরির চেষ্টা করেছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি ফেলে পালায়। শুধু তাই নয় এর পূর্বেও চেষ্টা করেছিল মাছ চুরির। রাতের অন্ধকারে দেখা যায়নি তাদের।

অন্যদিকে ব্যবসার মাছ চুরি নিয়ে আতঙ্কিত মাছ চাষিরা। চোরেদের গ্রেপ্তারের দাবিতে দ্বারস্থ হচ্ছেন নবগ্রাম থানার। শুধু তাই নয় চোরেরা শীঘ্রই ধরা পড়বে বলে জানাই তারা।
এই নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন।