অবতক খবর,২৭ ডিসেম্বর,চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: বিজেপি নেতা কর্মীদের ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের হিরাধরপুর গ্রামে। হিরাধরপুর গ্রামের বাসিন্দা দীপক সিং ও এলাকার রূপচাঁদ সিং। জানাযায় দীপক সিংহ এলাকার সক্রিয় বিজেপি কর্মী ও রূপচাঁদ সিংয় দীপকেরই প্রতিবেশী। ও দুই জনের প্রায় পাঁচ বিঘার জমির ধান খামারে ছিল, আর সেই ধানের গাদায় আগুন লাগালো রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। অভিযোগ কেরোসিন তেল ঢেলে ধানের গাদায় আগুন ধরে দেয়া হয়েছে রাত্রি বারোটা নাগাদ। এমনই অভিযোগ, দীপক ও এলাকার বিজেপি নেতাদের।

ইতিমধ্যে পুরো বিষয়টি তারা জানিয়েছেন ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ। এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীরা ক্যামেরার সামনে এখনো মুখ খুলেনি। তবে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি, মহাদেব মল্লিক বলেন পুলিশ তদন্ত করছে বিষয়টি শুনেছি। তবে এই ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই। ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে দেখা করতে আসলেন, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি, বিমান ঘোষ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। এমনকি পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।