নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    রাতের অন্ধকারে ট্রাক্টর উল্টে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনায় আহত হয়েছেন আরো এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপারা পঞ্চায়েতের বাসুদেবপুর মোরে। মৃত যুবকের নাম জয়ন্ত বাউরী। বয়স কুড়ি বছর। বাড়ি বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে এবং আহত যুবকের নাম লকাই বাউরি। বয়স উনিশ বছর। বাড়ি পখন্না গ্রামে ।

মৃতদের পরিবার সূত্রে জানতে পারা যায় , রাতের বেলায় ট্রাক্টটি পখন্না থেকে রাঙ্গামাটির দিকে আসছিল সে সময় বাসুদেবপুর মোরে ট্রাক্টটি উল্টে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে । পরিবারের দাবি রাস্তার উপরে ধানের গাদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ধানের গাদার উপর উঠে যায় ট্রাক্টরটি আর তখনই রাস্তার ধারে পালটি খায়। পালটি হতে ট্রাক্টর টি দুমড়েমুচড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত বাউরী নামে ওই যুবকের এবং আহত হন লকাই বাউরী ।

খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহত ব্যক্তিকে বিষ্ণুপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয় । এই মুহূর্তে সেখানেই ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।