অবতক খবর,৪ ফেব্রুয়ারী : রাতের অন্ধকারে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিগাছে। বাড়ির মালিক আজাদ আলী জানিয়েছেন সোমবার ব্যাংক থেকে স্বর্ণ জয়ন্তী লোনের সাড়ে চার লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু রাত পোহাতে না পোহাতেই ঘর থেকে গায়েব হয়ে গেল সেই টাকা।
চা পাতা তোলার মেশিনে কাজ করে কোনরকম ভাবে সংসার চালাতেন আজাদ। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রুমি খাতুন জানিয়েছেন দুঃসাহসিক চুরির ঘটনাটি শুনেছি। তবে সমাজে এধরনের মানুষ এখনও রয়েছে । যা কল্পনার বাইরে। বাড়ির মালিক আজাদ এই ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।।