অবতক খবর,১৯ ডিসেম্বর: রাতের অন্ধকারে একটি ডেলিভারি সংস্থার অফিসে ঢুকে দেওয়াল ভেঙে চুরি করে পালানোর চেষ্টা। সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফারাক্কা থানার আলিনগর এলাকায়। চুরি করার সময় হাতেনাতে পাকড়াও দুই চোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। দুই চোরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
যদিও ডেলিভারি সংস্থার অফিস থেকে এখনো পর্যন্ত কিছু চুরি করা সম্ভব হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ। এদিকে ডেলিভারি সংস্থার অফিসে এভাবে চুরি করার চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ সৃষ্টি হয়।