অবতক খবর,২৬ ডিসেম্বর: মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশ ২৬ ডিসেম্বর গভীর রাতে রাজেশ সেখ টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ৯ ইঞ্চি দৈর্ঘ্যের ইম্প্রোভাইজড কান্ট্রি রিভলভার এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে রাণীনগর থানায় অস্ত্র আইনের ২৫(১)(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো করা হয়েছে।