অবতক খবর :: রাণাঘাট :: ২১ জুন :: করোনা আতঙ্কের আবহ দেশজুড়ে। প্রতিদিনই রেকর্ড মাত্রায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই সাথে এই মরশুমে আরও একটি আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতি বছরই নিয়ম করেই উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটায় সাধারণত মশা বাহিত এই রোগ ডেঙ্গু। বিশেষত বর্ষাকালে রেকর্ড হারে বাড়ে এর সংক্রমণ। ডেঙ্গু সংক্রান্ত সচেতনতার বার্তা দিতেই তাই এগিয়ে এল রাণাঘাটের এক স্বেচ্ছাসেবী সংগঠন “রাণাঘাট হিউম্যানেটিক ওয়েলফেয়ার সোসাইটি”।
আজ রবিবার রাণাঘাট চত্বরে হিউম্যানেটিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় এই সচেতনতা শিবির। সংস্থার এক কর্মকর্তা বিশ্বজিৎ দে জানান,” ডেঙ্গু নিয়ে সচেতনতা বরাবরই মানুষের কম। অথচ ক্ষুদ্র এক মশা নিঃশব্দে মানুষের শরীরে এই রোগের বিস্তার ঘটিয়ে দেয়। তাই সেই সম্পর্কে বিশেষত এই শহরাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। জলনিকাশি ড্রেনগুলিতে সারাবছরই জল জমে থাকে। সেখান থেকেই এর প্রাদুর্ভাব। তাই কী কী করণীয় সেই সম্পর্কেই মানুষকে অবগত করার চেষ্টা করা হল আজ। “