অবতক খবর,১০ ফেব্রুয়ারী: আজ দুপুরে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হবে। কিন্তু তার আগে কড়া হতে দেখা গেল তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভবনে তৃণমূলের পরীষদীয় দলের বৈঠক।
কার্যত দল বিরোধী মন্তব্যের জেরে তিনি ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী বলেন,’বারবার দল বিরোধী মন্তব্য করে ক্ষমা চাইলেই তাঁকে বারবার ক্ষমা করা হবে না।’
সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক লাগামহীন মন্তব্য করতে শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। দল সতর্ক করার পরও তিনি কর্ণপাত করেননি । এছাড়া অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, কামারহাটির মদন মিত্র, দিনহাটার উদয়ন গুহর মন্তব্য নিয়েও বিতর্কের শেষ নেই। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এই চারজনকে সতর্ক করলেন তিনি। সূত্রের খবর, নাম করে করে বলেন,”একবার ভুল করলে মাফ করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। এই যে মদন, ভুল করেছিল। আবার আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।”
দলীয় শৃঙ্খলা মানতেই হবে। যে মানবে না তাঁকে রেয়াত করার প্রশ্নই নেই। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সে প্রসঙ্গ মনে করিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে মন্ত্রী থেকে বিধায়ক সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না। এ প্রসঙ্গেই বার বার ক্ষমা করা যাবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আগামী বুধবার আর্থিক বাজেট পেশ করবেন। তার আগে এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূলের সমস্ত বিধায়ক সহ মন্ত্রী-নেতারা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। আর সেই বৈঠকেই দিল্লি ভোটের ফলাফল নিয়ে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে বাংলার ফল নিয়েও কথা বলেন। শুধু তাই নয়, আগামী ২০২৬ সালে ভোটে বাংলায় তৃণমূল একলা চলবে বলেও দাবি করেছেন। নেত্রীর কথায়, বাংলায় কংগ্রেসের কিছু নেই।