অবতক খবর,২৬ জানুয়ারি: আগামী ২০২৪ এ লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রেখেছে শাসক দল। একটিও ভোট যাতে কম না পরে সে দিকে কড়া নজরদারি চালাচ্ছে শাসক দল। পাশাপাশি যাতে কোন গন্ডগোলের সৃষ্টি না হয় এই নির্বাচনে সেই দিকটিও দেখছে রাজ্য সরকার। আর এই নির্বাচনকে কেন্দ্র করে এক বড়োসড়ো রদবদল করল পুলিশ প্রশাসন। গোটা রাজ্য জুড়ে আই সি,আইবি এবং সাব-ইন্সপেক্টরদের বদলি করা হলো। যেমন নৈহাটি থানার নতুন আইসি হলেন দেবাঞ্জন সেন। পূর্বে তিনি জয়নগরের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে জগদ্দল থানার আইসি হলেন বিপ্লব কুমার মুখার্জী। পূর্বে তিনি ছিলেন হাওড়া অঞ্চলের দায়িত্বে। নোয়াপাড়া থানার আইসি হলেন রাকেশ চন্দ্র সাধুখা। তিনি হাওড়া অঞ্চলের সাইবার ক্রাইম এর দায়িত্ব ছিলেন। কল্যাণী থানার আইসি হয়েছেন দেবাশীষ পান্ডা। তিনি বাঁকুড়া অঞ্চলের দায়িত্বে ছিলেন।
হালিশহর থানার আইসি হলেন সুব্রত ঘোষ। পূর্বে তিনি দায়িত্বে ছিলেন বনগাঁর। ভাটপাড়া থানার আইসি হলেন অর্ধেন্দু শেখর দে সরকার। তিনি ছিলেন বারুইপুরে। এরকমই ব্যারাকপুর বিধাননগর কৃষ্ণনগর হরিণঘাটা সহ গোটা রাজ্য জুড়েই এই রদবদল করা হলো।
আসুন দেখে নেওয়া যাক কোন থানায় কোন আইসি দায়িত্ব পেলেন—–