অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ রাজ্যে এবার স্কুল ইউনিফর্মে বড়সড় দুর্নীতি।। সাড়ে আট কোটি টাকার স্কুল ইউনিফর্মের দুর্নীতি ব্লক সভাপতি গোলাম রসুলের বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে।। হাইকোর্টে মামলাও করেছেন গোয়ালপোখরের কংগ্রেস নেতা জয়নুল হক।।

প্রকল্পের দায়িত্বে ছিল মিলন মহিলা মহাসঙ্ঘ নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। অভিযোগ ,ইউনিফর্মের টাকা নিয়ে নয় ছয় করেছে স্থানীয় তৃণমূল নেতারা।। অভিযোগ,স্বনির্ভর গোষ্ঠী থেকে সরাসরি টাকা গেছে তৃণমূল নেতাদের একাউন্টে।। কিছুই জানা নেই দাবি গোলাম রসুলের।।