অবতক খবর,২০ নভেম্বর: স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ দিয়েছেন কোন অবস্থাতেই কোন হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। তবুও সেই কথায় কর্ণপাত করেনি বেশ কয়েকটি হাসপাতাল। রহড়া আজমতলার বাসিন্দা তনু শোভা ব্যানার্জি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গতকালকে। সকালবেলায় তিনি শরীর একটি খিচুনি অনুভব করেন। তারপর সাথে সাথে তাকে বারাকপুর বিএন বসু হসপিটালে দিয়ে যাওয়া হয়।

কিন্তু বিএন বসু হসপিটাল তাকে কলকাতা নিয়ে যেতে বলে। বাড়ির লোক তাকে এনআরএস এ নিয়ে যায় সেখানেও বলে সেখানে ট্রিটমেন্ট হবে না। আগামীকাল আসুন। এরপর পেশেন্টকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হসপিটাল, সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। তাদের জানানো হয় আগামীকাল আসুন। এই অসুস্থ পেশেন্টকে নিয়ে বাধ্য হয়ে বাড়ি চলে আসে পরিবার। এখন একজন স্থানীয় ডাক্তারের কাছে দেখাচ্ছেন।কিন্তু সরকারি হাসপাতালের রেফারের ঘটনায় তাজ্জব স্বাস্থ্য মহল। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও একশ্রেনীর হাসপাতাল চিকিৎসা না করেও রোগী রেফার করে চলেছে।