অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়ে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার পাল্টা হিসেবে এই রাজ্যের বিভিন্ন দুর্নীতি, ঘন ঘন লোডশেডিং এর সমস্যা সহ একাধিক ইস্যুতে এবার পথে নামলো ব্যারাকপুর সাংগঠনের বিজেপি নেতৃত্ব। আজ ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মের সামনে ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ড: ইন্দ্রনীল খা, ব্যারাকপুর সংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য জুড়ে ঘনঘন লোডশেডিং হওয়ায় রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর জেলা যুব মোর্চা নেতৃত্ব পৌঁছায় ইলেকট্রিক অফিসে। সেখানে গিয়ে তারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দেন। তবে ইলেকট্রিক অফিসের ভেতরেই বেশ কিছুক্ষণ মাটিতে বসেই বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ।