অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আমন্ত্রণে এক অনুষ্ঠানে রাজ্যের পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সামাজিক মাধ্যমে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার সমালোচনা করেছেন। দিল্লি ফিরে যাওয়ার আগে দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র প্রধান বলেন, উপাচার্যদের সম্পর্কে যে শব্দবন্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যবহার করেছেন তা শোভনীয় নয় , এতে রাজ্যের ও রাজ্যের সংস্কৃতির অপমান হয়েছে।

গতকাল উপাচার্যদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা নীতি ও বাংলার শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। কোনো অরাজকতার সৃষ্টি করা হয়নি। গণতন্ত্রে যে কেউ যে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এতে কারোর আপত্তি থাকার কথা নয়। রাজভবনে রাজ্যের প্রাক্তন উপাচার্যদের একাংশের আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারের নিজেদের সম্মানের কথা মনে রাখা উচিত। রাজ্যপালের নিজস্ব ভূমিকা ও দায়িত্ব আছে। তার কার্যকলাপের বিরোধিতা করতে গিয়ে যদি ভুল মাধ্যমকে ব্যবহার করা হয় তা ঠিক নয়।