অবতক খবর :: শিলিগুড়ি :: একদিকে যখন কলকাতাতে বাসে উঠবার জন্য হুড়োহুড়ি লেগে আছে রোজ, অন্যদিকে উত্তরবঙ্গে সরকারী বাসে উঠবার লোক নেই বললেই চলে। সকালে তেনজিং নোরগে বাস টার্মিনার্সে গিয়ে দেখা গেল চিৎকার করে ডেকে চলেছেন কনট্রাকটারেরা অথচ বাসে উঠবার একজনও নেই। সংক্রমনের ভয়ে কেউ যেতে বা আসতে চাইছেন না।
কনট্রাকটারেরা জানাচ্ছেন অর্ধেকের বেশী লোক হয় না। যারা বা আগ্রহী উঠে একটু বেশী ভীড় দেখেই নেমে চলে যাচ্ছেন। কোচবিহার মাথাভাঙ্গা লাইনের এক বাস কনট্রাকটার জানাচ্ছেন চিৎকার করে গলা ফাটিয়েও বাসে লোক ওঠানো যাচ্ছে না। টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল লাইনে এক দুজন দাড়িয়ে।কাউন্টারও খোলে না ঠিকমত। জিজ্ঞাসা করলে উত্তর আসে লোকই আসছে না,কাউন্টার খুলে কি করবো।
সবচাইতে খারাপ অবস্থা শিলিগুড়ি কলকাতার লাইনের বাসগুলির,লোক প্রায় হচ্ছেই না বাসগুলিতে বাসে তারাই উঠছেন যাদের কলকাতাতে বাড়ি এতদিন আটকে ছিলেন শিলিগুড়িতে। সবমিলিয়ে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা এখন চরম ক্ষতির সামনে দাড়িয়ে আছে।