অবতক খবর,১৪ সেপ্টেম্বর,বারাসত: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তে আচার্য অনৈতিক ভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ করছে বলে অভিযোগ এনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ বিক্ষোভ শুরু করে বারাসত বিশ্ববিদ্যালয় চত্ত্বরে।বুধবার দুপুরে থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি চলছে।তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্বের দাবি,রাতের অন্ধকারে স্মাগলিং হয়,রাতের অন্ধকারে আচার্য উপাচার্য নিয়োগ করছে,এবং কোন রকম নিয়ম কে তোয়াক্কা না করেই।রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কোনরকম আলাপচারিতা না করেই রাজ্যপাল উপাচার্য নিয়োগ করে চলেছে,যা কোনভাবেই মানবে না তৃণমূল ছাত্র পরিষদ।আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে ছাত্র-ছাত্রীরাও রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।রাজ্যপাল কোন একটি রাজনৈতিক দলের হয়ে,সেই রাজনৈতিক দলের যুক্তদের উপাচার্য করছে,এবং সেই রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমনটা করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতাদের চাপের ফলেই রাজ্যপাল এমন করছে।শুধু তাই নয়,একজন বিচারপতি কে উপাচার্য হিসাবে নিয়োগ করছে,একজন আইপিএস কে উপাচার্য হিসাবে নিয়োগ করছেন,তাহলে একজন অধ্যাপক কি তাহলে বিচারপতি হতে পারবেন? প্রশ্ন তৃণমূল নেতৃত্বের।

একজন বিচারপতি আইন টা ভালো বুঝতে পারে কিন্তু তার শিক্ষার সাথে কোন যোগসূত্র নেই,যা কোনভাবেই মানতে পারছে না তৃণমূল ছাত্র পরিষদ।এই আন্দোলন লাগাতার চলবে,প্রয়োজনে রাজ্যপাল কে ঘেরাও করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা।