অবতক খবর,১১ এপ্রিলঃ সানমার্গ চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তা সত্ত্বেও এতদিন ধরে পৌরপ্রধানহীন রয়েছে হালিশহর পৌরসভা। জামিনে ফিরেও পৌরসভায় ঠাঁই হয়নি চেয়ারম্যানের। চেয়ারম্যানের সমস্ত দায়িত্ব এতদিন সামলেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।
অবশেষে সরানো হচ্ছে হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। সূত্রের খবর,চেয়ারম্যান করা হতে পারে বর্তমানে হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে।
সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যেই নাকি সরকারি নোটিফিকেশনও হয়ে গেছে। খুব শীঘ্রই চেয়ারম্যান পদে আসীন হতে চলেছেন ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।