অবতক খবর,২ সেপ্টেম্বরঃ রাজারহাট নারায়ণপুরে রায়গাছি শিখের বাগান এলাকায় ভর সন্ধ্যায় গলার নলি কেটে খুন। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ। স্থানীয়রা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেন।
শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার সময় শিখের বাগান এলাকায় হারু লাল রশিদ নামে এক ব্যক্তিকে বাইকে করে আসা বেশ কয়েকজন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই খবর পাওয়ার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। প্রায় এক ঘন্টা বাধে পুলিশি আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। মৃতের আত্মীয়ের দাবি, হারু বাবু এলাকায় জলাশয় ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে তাকে খুন করে দুষ্কৃতীরা। তাকে এর আগে প্রাণে মারার হুমকি দিয়েছিল। মৃতের আত্মীয়ের আরও অভিযোগ, এই ঘটনার সাথে রাজনৈতিক যোগ রয়েছে। তবে কোন দলের যোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি। ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারীকেরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে।