অবতক খবর,১৮ এপ্রিলঃ রাজারহাট দশদ্রোণ কেমিক্যাল ফ্যাক্টরিতে সোমবার গভীর রাতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে সূত্রের খবর। তবে তৎপরতার সঙ্গে দমকল দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায এবং নারায়ণপুর থানার পুলিশ।
ABTAK EXCLUSIVE