অবতক খবর,৯ ডিসেম্বর: শারীর শিক্ষা,কর্ম শিক্ষা চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের সামনে আত্মহননেরর চেষ্টা করেন চাকরি-প্রার্থীরা।।
পুলিশ আধিকারিকরা এসে তাদেরকে উদ্ধার করে।। একজন চাকরিপ্রার্থী গলায় গামছা ও আরেকজন চাকরিপ্রার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহরনের চেষ্টা করে রাজভবনের গেটের সামনে।। চাকরিপ্রার্থীদের অভিযোগ রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন না, তাই রাজ্যপালের দারস্ত হয়েছেন তারা।