কার্তিক গুহ :: অবতক খবর :: ২৫শে,নভেম্বর :: খড়্গপুর :: রাজনীতির মাঝেও সৌজন্য বোধ যে রাখা যায় তার উদাহরণ আজ দেখা গেল খড়্গপুরের মালঞ্চ অতুলমণি হাইস্কুলের ভোট কেন্দ্রের বাইরে। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বেরিয়ে দেখতে পেলেন মাস্টার মশাই অর্থাৎ বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলকে।
সঙ্গে সঙ্গে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে। এরপর মাস্টারমশাই তাঁকে জড়িয়ে ধরলেন। যা অনেকটাই অবাক করার মতো দৃশ্য মনে হলেও রাজনীতির বাইরে সৌজন্যতা বোধ বলেই মনে করছে রাজনৈতিক সচেতন মানুষ।