দেশ জুড়ে রাখী বন্ধন। শাসকের সঙ্গে লোক সাধারণের রাখী বন্ধন হবে কবে?

রাখী বন্ধন
তমাল সাহা

হৃদয়ে ক্রূরতা, মনে হিংসা দ্বেষ
এসো, হাত বাড়াও, তোমাকে রাখি পরাই
ভালো দেখাবে বেশ।

এই ভালো দেখানোটাই নাকি
এখন আমাদের কাজ।
দেশজুড়ে বিভেদ বৈষম্য
আমাদের নেই কোন লাজ।

নিজেরা খণ্ড-বিখণ্ড শতধা বিভক্ত
ধর্ষিতা দেশ, পড়ে আছে শরীর রক্তাক্ত।

আমাদের রাখীবন্ধন—
জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমার চাঁদ
কি শেখায় আজ?
ভালোবাসা বিস্তীর্ণ করো
হাতে হাত রাখো, পেরোও মরণ ফাঁদ।

রাখি সুতোয় বাঁধা নয় কোনো রঙিন ফুল।
রক্ষাবন্ধন প্রতীক হয়ে আছে
ভুলে যেও নাকো বিলকুল।