অবতক খবর,১ আগস্টঃ রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রীদের নিগৃহীত করেছে এমনটাই অভিযোগ অভিভাবক মহলের। অভিযুক্ত ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোলগেটের সামনে আজ দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খরদা পৌরসভার পৌর প্রধানা নিলু সরকার আসেন রহড়া থানার পুলিশ বাহিনী।

পৌর প্রধান নিলু সরকার দীর্ঘক্ষণ আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকার সাথে এর পরেই অভিযোগকারী অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর লিলু সরকার জানালেন অভিযোগ জমা পড়েছে স্কুলে তবে সমস্ত বিষয়টি তদন্ত করা হবে স্কুলের পক্ষ থেকে যদি কোন ছাত্রী অপরাধী প্রমাণিত হয় তবে স্কুল কর্তৃপক্ষ সেই ছাত্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে, প্রয়োজনে স্কুল থেকে বিতাড়িত করা হতে পারে সেই ছাত্রীকে।