অবতক খবর,হরিশ্চন্দ্রপুর,১৪জানুয়ারি: হরিশ্চন্দ্রপুর-১(বি)ব্লকের সভাপতি মানিক দাসের নেতৃত্বে শনিবার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর হাই স্কুল মাঠে মালদা জেলার মধ্যে সবথেকে বড় ব্লক কনভেনশন অনুষ্ঠিত হল।এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী,জেলা চেয়ারম্যান সমর মুখার্জি,প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা।
আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃনমূল কংগ্রেস বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সংগঠন মজবুত করতে জেলা জুড়ে শুরু করেছে ব্লক কনভেনশন।হরিশ্চন্দ্রপুর-১(বি)ব্লক সভাপতি মানিক দাস জানান,তুলসীহাটা, রশিদাবাদ,বরুই ও কুশিদা এই চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এদিন ব্লক কনভেনশন করা হয়।প্রায় তিন হাজার মানুষ এই ব্লক কনভেনশনে হাজির হয়।এদিন সকলের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল।তিনি আরো জানান,গত পঞ্চায়েত নির্বাচনে দলের কিছু স্বার্থান্বেষী মানুষ বিশ্বাসঘাতকতা করেছে।যার জন্য পঞ্চায়েত গুলো তৃনমূলের হাত ছাড়া হয়েছে।আগামী লোকসভা নির্বাচনে এই চারটি অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেস যথেষ্ট ভোট পাবে বলে আশাবাদী।
জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,’আমাদের ব্লক ও জেলা কমিটির প্রত্যেকে একসঙ্গে রয়েছে। নিজেদের মধ্যে কোন বিরোধ নেই।শুভেন্দু মমতার ঘাড়ে পা দিয়ে রাজনীতিতে উঠে বিশ্বাসঘাতকতা করেছে।বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে।চব্বিশের লোকসভা ভোটে জেলার দুটো আসন তৃনমূলই দখল করবে।’