অবতক খবর,২ মার্চ :  দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েক জন শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বর্তমানে রাজস্থানে কাজ করছেন। যথেষ্ট কাজের চাপের কারণে সঠিকভাবে রমজান পালন করতে না পারায় রমজানের আনন্দ, পুণ্য, এককথায় পবিত্র রমজান মাসকে ভালোবেসে এলাকার দুঃস্থদের জন্য কিছু ইফতার ের সরঞ্জাম পাঠানোর মহৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তাদের পাঠানো সরঞ্জাম এলাকার সমাজসেবী রিয়াজুল ইসলাম তার নিজ দোকান নন্দিগছ থেকে এলাকার ৩০ জন দুস্থদের হাতে তুলে দিলেন। রমজান মাসের শুরুতেই পরিযায়ী শ্রমিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এলাকার মহিলা জবেদা খাতুন জানিয়েছেন যারা আমাদের জন্য এই সরঞ্জাম পাঠিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরা তাদের দীর্ঘায়ু আল্লাহর কাছে কামনা করছি। রিয়াজুল ইসলাম জানিয়েছেন আমাদের এলাকার অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন বর্তমানে রাজস্থানে ।

তারা দাসপাড়া এলাকার দুস্থদের হাতে এই সরঞ্জাম তুলে দিতে না পারায় আমি তাদের হাতে তুলে দিলাম। দুস্তরা যথেষ্ট খুশি এবং আশীর্বাদও করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। পরিযায়ী শ্রমিকদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজসেবক রিয়াজুল।