অবতক খবর ::    রমজান মাসে অভিনব উদ্যোগ গ্রহণ করল মুকুন্দলাল সাহা পৌরবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে ইংলিশ বাজারের নরহাট্টার সাতঘরিয়া গ্রামে এলাকায় পঞ্চাশ পরিবারের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন খাদ্য সামগ্রী। যেমন আপেল , চাল, ডাল, আলু প্রভৃতি দেওয়া হয়।

জানা যায়, সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহার নেতৃত্বে শনিবার এই উদ্যোগ গ্রহণ করা হয় । উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক হরেন চৌধুরী, কার্যকরী সভাপতি অমিত রায় সহ অন্যান্যরা।

এই বিষয়ে সভাপতি উজ্জ্বল সাহা জানান ওই এলাকায় যারা রেশন পরিষেবা থেকে বঞ্চিত সেই সকল পরিবারের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তার পাশাপাশি তারা কেন রেশন পরিষেবা থেকে বঞ্চিত তা প্রশাসনের সাথে আলোচনা করে তাদের সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।