অবতক খবর :: শিলিগুড়ি :: ৮মে :: শুক্রবার রবীন্দ্রজয়ন্তী। কিন্তু মারণ ভাইরাস করোনা সংক্রমণের জেরে এবার ঘরবন্দি মানুষ। লকডাউনের কারণে অনুষ্ঠানও বাতিল সর্বত্র। পাড়ায় কিংবা শহরের বিভিন্ন জায়গায় রবীন্দ্র মূর্তি, প্রতিকৃতিতে নিজের নিজের মতো শ্রদ্ধাজ্ঞাপন করে যে যার বাড়িতে চলে যান।
তবে শহরবাসীকে খুশি করতেই করোনা মোকাবিলায় সচেতনতার পাশাপাশি মানুষের মনোবল বাড়াতে শিলিগুড়ির রাস্তায় রাস্তায় ঘুরে গান গাইলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। গতকালই এডিজি’র (আইনশৃঙ্খলা) তরফে প্রতিটি থানাকে জানানো হয় রবীন্দ্রজয়ন্তী পালনের পাশাপাশি করোনা সচেতনার গানও বাজাতে হবে। সেইমতো বিভিন্ন জেলায় নানা উদ্যোগ নিয়েছে পুলিশ।









