অবতক খবর,১৯ মে,নববারাকপুর : রবি ঠাকুরের গান নাচ শুনতে কার না ভালো লাগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মননে চিন্তনে চির অধিষ্ঠিত।রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শনিবার সন্ধ্যায় নববারাকপুর পুরসভার ৪নং ওয়ার্ডে বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পদক্ষেপ ক্লাব ও পারিজাত সঙ্গীত সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় প্রাঙ্গণে হল মনোঞ্জ কবিপ্রণাম অনুষ্ঠান।স্থানীয় শিল্পী কলাকুশলিরা রবীন্দ্র পর্যায়ের ভিন্ন স্বাদের মনমাতানো একক ও সমবেত সংগীত, নৃত্য,কবিতা এবং শ্রুতিনাটক পরিবেশন করেন।

উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, আইএএস নারায়ণ চন্দ্র সরকার,শিল্পী নীপা সরকার সহ অন্যরা।উদ্যোক্তা দের অন্যতম সংগীত শিল্পী নীপা সরকার ও নারায়ণ চন্দ্র সরকার জানান সুস্থ সংস্কৃতি বাতাবরণে সৌভ্রাতৃত্ব বোধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবিপ্রণাম অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিল্পী কলাকুশলিরা নাচ গান কবিতা আলোচনা ও শ্রুতিনাটক (কর্ন কুন্তি সংবাদ) পরিবেশন করেন এদিন। শিল্পীদের সাথে তবলা সঙ্গতে ছিলেন অভিজিৎ আচার্য এবং কী বোর্ডে বাপ্পাদিত্য ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রজিৎ সরকার।