অবতক খবর,১৯ ডিসেম্বর: রবীন্দ্রতীর্থে ভাষা মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে তিনি বলেছেন – মাত্র তেরো জন উপাচার্য নিয়োগ, যেখানে রেকমেন্ড হয়েছে অনেকে – মুখ্যমন্ত্রী রেকমেন্ড করে দিয়েছেন। দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে। এটা না হলে তা আদালতকে অমান্য। আগামী মাসে এই বিষয়ে আইনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।
২৬০০০ এসএসসি পরীক্ষার্থী মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে। যেখানে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তবে শুনানি শেষ না হওয়া পর্যন্ত কিছু মন্তব্য করবেন না বলে জানিয়েছেন তিনি।