রবিবারের লিখন
তমাল সাহা
১) ভালোবাসার অভিমান
মনে পড়ে
সেই কবে তুমি বলেছিলে
তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে
তার ডাকে দেবে না সাড়া
যাবে না তার কাছে সে কোন কাল
অভিমানে ফুলেছিল গাল
গোপন ভালোবাসা অন্তসলিলা প্রবাহ
সে না ডাকতেই
রাজভবনে চলে গেলে আজ
তখন নক্ষত্র আকাশে সন্ধ্যাকাল!
২) পরবর্তী গল্প
আসলে শেষ হয় না কোনো গল্প
পরবর্তী গল্পের প্রতীক্ষায় থাকে।
সে তোমায় চেতনায় পর্যটন করে
তুমিই জানো না
ঘুরিয়ে দেবে কোন বাঁকে!
প্রকৃতি ও পুরুষ সঙ্গ চায়
গল্প করতে বাধা কোথায়?
৩) রূপবান রূপসী
মণিপুর নিয়ে আমি চুপ
সন্দেশখালি নিয়ে তুমি চুপ।
আমরা দুজনেই উভলিঙ্গ
আমাদের দুজনেরই হিটলারী রূপ!