অবতক খবর,১৬ অক্টোবর: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার নদীয়ার রানাঘাটে। চার দিন ধরে ছেলের পচা গলা মৃতদেহ আগলে বসে থাকে বৃদ্ধা মা। মৃতদেহর শরীরে পোকা লেগে যায়, সেখান থেকে সংক্রমণ মায়ের হাতে ও পায়ে ছড়িয়ে পড়ে। আজ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। জানা যায় মৃত ব্যক্তির নাম স্বপন দাস, বয়স ৫৭ বছর। মা সাধনা দাস বয়স ৯৭ বছর।
মৃত স্বপন দাসের রানাঘাট শহরে একটি জেরক্সের দোকান আছে, বাড়ি রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শ্মশান রাস্তা সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, গতকাল মাঝেমধ্যেই দুর্গন্ধ পান তারা, আজ সকাল থেকেই অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। সাথে সাথেই খবর দেয় রানাঘাট পৌরসভায় সেখান থেকেই খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকে। সোমবার বেলা নাগাদ ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলতেই দেখে মা সাধনা দাস ছেলের পঁচাগলা মৃতদেহ আগলে বসে আছে। যদিও বয়সজনিত কারণে অনেকটাই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা সাধনা দাস। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় চাঞ্চল্য।