অবতক খবর,১৯ নভেম্বর,মালদা:সানু ইসলাম: মালদারর রতুয়া ২ নং ব্লকের পরানপুর অঞ্চলের চাঁদপুর জেলেপাড়ায় কালিন্দ্রি নদীতে আজ শনিবার বৈকাল ৫ টা নাগাদ শিব লিঙ্গ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,চারজন বালক কালিন্দ্রী নদীর পাশে খেলতে যায়। সেখানে তারা দেখতে পায় শিব লিঙ্গের উপরে সাপ। সেই সাপের মাথা দেখতে পাই। তারপরও তারা মাটি খুঁড়তে শুরু করে সম্পূর্ণ শিব লিঙ্গ সহ শিব লিঙ্গের উপরে সাপ উদ্ধার হয়। এই ঘটনা চাউর হতেই মির্জাতপুর এবং চাঁদপুরের বাসিন্দারা কালিন্দ্রী নদীর ধারে ভিড় জমায়। গ্রামবাসীরা আনন্দ সহকারে সেই শিবলিঙ্গটিকে মন্দিরে নিয়ে আসেন। এবং মির্জাপুরের চাঁদপুরের গ্রাম বাসীরা শিবলিঙ্গটিকে ভক্তি সহকালে পুজো শুরু করে দেন।

গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন,শিবলিঙ্গ টিকে প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে একটি মন্দিরও নির্মাণ করা হবে। স্থানীয় বাসিন্দা নিমাই মহলদার জানান, ছট পুজোর আগের দিন শিবলিঙ্গ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা আনন্দে আত্মহারা। এবং বর্তমানে শিবলিঙ্গই পুজো শুরু করে দিয়েছে তারা। আর এক বাসিন্দা প্রিয় চৌধুরী জানান, সোমবার দিন শিব লিঙ্গ প্রতিষ্ঠা করা হবে।