অবতক খবর :: মুর্শিদাবাদ ::   মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা অঞ্চলের হাটপাড়া গ্রামে খুন এক ব্যক্তি। মৃত ব্যক্তি র নাম তৈরাব শেখ।

সূত্রের খবর আজ দুপুর নাগাদ গ্রামের কিছু বাচ্চা খেলা কে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে বচসা হয় ,সেই পরিপ্রেক্ষিতে এক বাচ্চার বাবা অপর বাচ্চার বাবার কাছে নালিশ জানাতে গেলে হাঁসুয়ার ধারালো অস্ত্রের কোপ বসানো হয় তৈরাব শেখ এর পেটে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে পাঠায়। এটি খুন না পুরনো কোন শত্রুতা থেকে এমন ঘটনা ঘটলো তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।