অবতক খবর,১৮ জুলাই,মলয় দে নদীয়া:- রক্তের সংকট কাটাতে এবার উদ্যোগী হলো কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে কৃষ্ণগঞ্জ থানায় আয়োজিত হল মহৎই স্বেচ্ছায় রক্তদান শিবির।

বৃহস্পতিনলবার আনুমানিক সকাল 11 টা থেকে কৃষ্ণনগর জেলা পুলিশ এর উদ্যগে ও কৃষ্ণগঞ্জ থানার ব্যবস্থাপনায় কৃষ্ণগঞ্জ থানা প্রাঙ্গনে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 100 জন পুরুষ ও মহিলা পুলিশ কর্মী রক্তদান করবেন বলে লক্ষমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি এদিন থানা প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়।

এদিনের এই মহৎ কর্মসূচিতে উপস্তিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার আমর নাথ , ডেপুটি সুপারেন্ড শিল্পী ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মী ও বিশিষ্ট জনেরা। এদিনের এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘিরে পুলিশ কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয়।