এটাই তো নিয়ম। এই নিয়মেই জীবন চরৈবেতি হয়। এভাবেই আমরা থাকি, বাঁচি পৃথিবীতে
যে যাবার
তমাল সাহা
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকবে
এটা নতুন কোনো কথা নয়
তাও আমরা বলে যাই বারেবারে।
তোমার সঙ্গে আমার বোঝাবুঝি হলে
সম্পর্ক ঘনীভূত হয়
সমঝোতা হলে সে কদিন আর টেঁকে!
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকে।
আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র থাকে
মেঘ উড়ে যায় কোন ফাঁকে!
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকে।
আকাশের রঙ পাল্টায়
মেঘ বিচিত্র ছবি আঁকে।
দিগ্বলয়ে সূর্যের কারুকাজ
তোমাকে আমাকে
হাতছানি দিয়ে ডাকে।
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকে।
শ্রমিক হাতুড়ি নিয়ে কারখানাতেই থাকে
চাষির হাতে থাকে কাস্তে ও ক্ষেত।
কবির হাতে থাকে কলম
যে থাকার সে মানুষের পাশেই থাকে
প্রহরী চৌকি দেয় হাতে নিয়ে বল্লম।
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকে।
যারা দল পাল্টে দাপায় দাপাক
শ্রমের জীবন লাল পতাকাতেই থাকে
সে পেট পুরে খেতে পাক আর না পাক।
যে যাবার সে চলে যাবে
যে থাকার সে থাকবে।
ভালোবাসা প্রগাঢ় হলে
কে কাকে ছেড়ে সুখ পাবে!