অবতক খবর,১২ জানুয়ারি: জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পাঁচ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত দৌড় প্রতিযোগিতা জগদ্দলের আতপুর ট্রাফিক গার্ড অফিসের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে কাঁকিনাড়া জুটমিল ময়দানে গিয়ে শেষ হয়।
উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, যুব সমাজকে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। তাদের লক্ষ্য, যাতে বেশি সংখ্যক যুবক-যুবতী সেনাবাহিনী কিংবা আর্মড ফোর্সে চাকরি পেতে পারে।