নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর ::   উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্ব দুঃস্থ মানুষদের পরিষেবা পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়েছে। ওরা যাতে সুরক্ষিত থাকে তাই ওদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। মঙ্গলবার ইসলামপুর পৌর সভার একটি কক্ষে যুব কর্মীদের হাতে ওই মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন তিনি।

সভাপতি গৌতম পাল বলেন, মূলত জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলার বিভিন্ন ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তারা সমস্ত যুব কর্মীদের এই পরিষেবা পৌঁছে দিচ্ছেন। দুঃস্থ মানুষের পরিষেবা পৌঁছে দিতে তারা যেন সুস্থ থাকেন তার জন্যই এই উদ্যোগ। গোটা জেলায় এর জন্য দলীয়ভাবে তারা পাঁচ হাজার মাক্স ও স্যানিটাইজার বিতরণের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, এ লড়াই বেঁচে থাকার লড়াই। মানুষকে কিভাবে সহায়তা করা প্রয়োজন তা নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। এখানে কোনো রাজনীতি নয়। ইতিমধ্যেই রায়গঞ্জে তারা একটি হেল্পলাইন তৈরি করেছেন। যার যখন খাবার প্রয়োজন ফোন করলেই তারা পৌঁছে দিচ্ছেন সেই পরিষেবা। ইসলামপুরেও প্রয়োজনে তা চালু করা যায় কিনা সে বিষয়ে তাঁদের একটি পরিকল্পনাও রয়েছে।

এ দিন সেখানে উপস্থিত ছিলেন গোয়ালপোখর ও চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সত্যরঞ্জন মৃধা, জাকির আবেদিন এবং যুব নেতৃত্ব মহম্মদ বাবলু সহ আরো অনেকেই।